শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সরকারের বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে

নিজস্ব প্রতিবেদক

সরকারের বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ক্ষমতায় থাকার রাজনৈতিক ম্যান্ডেট না থাকায় দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। সরকারের বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে। মন্ত্রীদের কথাবার্তা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। গতকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

দেশ ও জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় নতুন করে গণসংগ্রাম জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দেশকে অনিবার্য বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। দেশকে তারা দ্রুত ব্যর্থ আর অকার্যকর করে তুলেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বিদ্যমান দুঃশাসন বিদায় দেওয়া ছাড়া দেশবাসীর সামনে আর কোনো পথ নেই। পার্টির নেতৃবৃন্দ অনতিবিলম্বে গার্মেন্টসসহ বিভিন্ন বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করাসহ দুর্মূল্যের বাজারে ঈদের আগে প্রত্যেক শ্রমজীবী পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়ার দাবি জানান।

 

সর্বশেষ খবর