রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তারা হঠাৎ কেন অস্ত্র হাতে, হচ্ছে তদন্ত

নিজস্ব প্রতিবেদক

তারা হঠাৎ কেন অস্ত্র হাতে, হচ্ছে তদন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) হঠাৎ কেন অস্ত্র হাতে তুলে নিয়েছে তা জানতে তদন্ত হচ্ছে। সবই বেরিয়ে আসবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। ঈদের আনন্দের মধ্যে পাহাড়ে অশান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই। পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। ওবায়দুল কাদের বলেন, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও কিছুটা আলীকদম এলাকাজুড়ে বম নামের একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে আছে। চীন ও ভারত সীমান্তের কাছে চিন নামে বম সম্প্রদায় অধ্যুষিত একটি রাজ্য আছে। মূলত সেখানে তাদের একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। তিনি বলেন, কুকি-চিনের সঙ্গে আলাপ-আলোচনাও হয়েছে। এরপর হঠাৎ করে তারা কেন অস্ত্র হাতে নিল, সে কারণ বের করতে তদন্ত হচ্ছে। সংক্ষুব্ধ হয়ে তারা এটা করতে পারে, কিন্তু এর কারণ জানা নেই। এর সঙ্গে মিজোরামের কোনো সম্পর্ক আছে কি না আমরা জানি না। সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী বা টেররিস্ট সংগঠন মদদ দেবে এটা আমাদের মনে হয় না।

সর্বশেষ খবর