রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে সেনা মোতায়েন জরুরি

নিজস্ব প্রতিবেদক

সীমান্তে সেনা মোতায়েন জরুরি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ আজ গভীর সংকটে। এমন সময়ে শুধু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিজিবির ওপর নির্ভর না থেকে অবিলম্বে দেশের সীমান্তজুড়ে সেনা মোতায়েন জরুরি। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এ মুখপাত্র আরও বলেন, বিরোধী দলগুলো যাতে জনগণের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে তৎপর অথচ সীমান্ত এলাকা অরক্ষিত। অরক্ষিত সীমান্ত স্থাপনা, থানা, ব্যাংক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। রিজভী বলেন, ডামি সরকারের পররাষ্ট্রনীতির কারণে মনে হচ্ছে বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুদ্ধ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হয় কোনো এক অজ্ঞাত কারণে কুকি-চিনকে সরকারের পক্ষ থেকে তোয়াজ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ নয়। নিরাপদ নয় দেশের সার্বভৌমত্ব।

 

সর্বশেষ খবর