রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আগুনে ভস্মীভূত চলন্ত অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক, যশোর

আগুনে ভস্মীভূত চলন্ত অ্যাম্বুলেন্স

যশোরে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বেলা ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর সার কারখানার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স মেরামতের জন্য যশোরে নেওয়া হয়েছিল। মেরামত শেষে অ্যাম্বুলেন্সের চালক ও দুজন মিস্ত্রি অ্যাম্বুলেন্সটি নিয়ে পরীক্ষার জন্য বের হন। তারা যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালকসহ মিস্ত্রিরা গাড়ি থেকে বের হয়ে যান। অল্প সময়ের মধ্যেই গাড়িটি আগুনে পুড়ে যায়। এ সময় রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক জুবায়ের জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। অ্যাম্বুলেন্সের চালক ও দুজন মিস্ত্রি পলাতলক রয়েছেন বলে তিনি জানান।

সর্বশেষ খবর