রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আন্দোলনে ঢাকায় দুর্গ গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনে ঢাকায় দুর্গ গড়ে তুলতে হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার হটানোর আন্দোলনে ‘ঢাকায় দুর্বোধ্য দুর্গ’ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু। আমাদের সব আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ঢাকায়। এখানে সরকারের ভয়াবহ দানবদের পরাজিত করাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। সে কারণে ঢাকার দায়িত্ব অনেক বেশি। তিনি ঢাকার নেতাদের উদ্দেশে বলেন, আপনারা ঢাকাকে সেভাবে গড়ে তোলেন, যেন ঢাকা দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়। এই দুর্গ যেন কেউ ভাঙতে না পারে। এখন সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে সংগঠনের প্রতি। জনগণের সাহস বাড়িয়ে তুলতে হবে। শত্রুদের পরাজিত করতে কৌশল নিতে হবে। গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে দেশের মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরে মহানগর নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব এই তাগিদ দেন। ইফতারের পূর্বে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে লন্ডন থেকে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও গুম-খুনের শিকার নেতা-কর্মীদের পরিবারের সম্মানে এই ইফতার মাহফিল হয়।

সর্বশেষ খবর