রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গাজায় ৬ মাসে হতাহত লক্ষাধিক

প্রতিদিন ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় গত প্রায় ছয় মাসে এক লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলের হামলায় অন্তত ৩৩ হাজার ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৭৫০ জন। সূত্র : রয়টার্স।

গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। টানা হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার ২৩ লাখ জনগোষ্ঠী নিজেদের বাড়ি থেকে উচ্ছেদের শিকার হয়েছেন বাধ্য হয়ে। জাতিসংঘ বলেছে, যুদ্ধের কারণে গাজায় নজিরবিহীন মানবিক সংকট দেখা দিয়েছে। ১০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। এদিকে গাজায় প্রায় ছয় মাসের আগ্রাসনে বিশ্বে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল। সংঘাত বন্ধে নিজের সমর্থকদের কাছ থেকে ক্রমবর্ধমান চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া ইউরোপের দেশগুলোও অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধে চাপ দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত চাপ উপেক্ষা করে নিজের লক্ষ্যে অটল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েলের অস্তিত্বের জন্য হামাস হুমকি এবং দীর্ঘ শান্তি স্থাপনের আগে হামাসকে ধ্বংস করতে হবে।

সর্বশেষ খবর