বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
আইএমএফের পূর্বাভাস

৬ শতাংশের নিচে নামবে জিডিপি প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমে যেতে পারে। ‘স্থিতিশীল কিন্তু ধীর : লক্ষ্যচ্যুতির মধ্যেও স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন’ এপ্রিল শীর্ষক-প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে’ বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, চলতি ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে। অবশ্য গত অক্টোবরের আউটলুকে যা ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। এর আগে এপ্রিলের পূর্বাভাসে তা সাড়ে ৬ শতাংশ হওয়ার কথা বলেছিল। এখন তা আরও কমিয়ে প্রাক্কলন করা হয়েছে ৬ শতাংশের নিচে। আইএমএফ বলছে, উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে অর্থনীতির টানাপোড়েনের মধ্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) সরকারের প্রত্যাশা অনুযায়ী যেমন বাড়বে না, তেমনি আর্থিক হিসাব বছর শেষে জনজীবনে মূল্যস্ফীতির চাপও আগের চেয়ে বাড়বে। এদিকে চলতি অর্থবছর ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বছর দুয়েক ধরে মূল্যস্ফীতি ও ডলার সংকটের কারণে বাজেট বাস্তবায়ন নিয়ে নানা সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। আইএমএফ জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমে যাবে এমন আভাস দিলেও বাংলাদেশের আরেক উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি বলছে এ হার হবে ৬ দশমিক ১ শতাংশ। আর সপ্তাহ দুয়েক আগে বিশ্বব্যাংক তাদের পূর্বাভাসে এবার জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল। তবে আগামী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ ছাড়িয়ে ৬ দশমিক ৬ শতাংশ হওয়ার কথা জানিয়েছে আইএমএফ।

এদিকে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দিয়ে যাওয়া বাংলাদেশে চলতি বছর শেষে তা ৭ দশমিক ৯ শতাংশ হবে। আগামী ২০২৫ সাল শেষে মূল্যস্ফীতির পারদ নামবে ৬ শতাংশে। এর আগে অক্টোবরের পূর্বাভাসে তা ৭ দশমিক ২ শতাংশ হওয়ার কথা বলা হয়েছিল।

সর্বশেষ খবর