শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বড় চ্যালেঞ্জ গতি নিয়ন্ত্রণে আনা

--- এ বি এম আমিন উল্লাহ নুরী

নিজস্ব প্রতিবেদক

বড় চ্যালেঞ্জ গতি নিয়ন্ত্রণে আনা

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা নজর রাখছি। দেশের ৬৪ জেলাতে আজকেও ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। সড়কে আইন মানতে মানুষের ভীষণ অনীহা। বারবার বলেও গতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধীরগতির যানবাহন, থ্রি-হুইলার, মোটরসাইকেল যে যেমন পারছে তার সর্বোচ্চ গতিতে মহাসড়কে চলাচল করছে। গতি কমলে জীবন বাঁচানো সম্ভব। কিন্তু আইন মানতে ভীষণ অনীহা। মানুষকে সচেতন করাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা মিডিয়ার সহযোগিতা চাই। সবাই মিলে সড়ক আইন মেনে চলার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, গতি কমিয়ে জীবন বাঁচান-এই স্লোগান নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা চাই মিডিয়াও এ কথাগুলো তুলে ধরুক। মানুষ যদি নিয়ম না মেনে মৃত্যুর দিকে ঝাঁপ দেয় তখন আর কিছু করার থাকে না। আমরা অনেক সময় দেখি মহাসড়কে, উড়ালসড়কে উল্টোপথে মোটরসাইকেল আসতে। এসব কারণে সড়ক দুর্ঘটনা কমছে না।

সর্বশেষ খবর