শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গুরুত্ব পায় পরিবহন নেতাদের খুশি

---- ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক

গুরুত্ব পায় পরিবহন নেতাদের খুশি

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়কের সঙ্গে যারা জড়িত অর্থাৎ সড়ক সেক্টরের সঙ্গে জড়িত ও পরিবহন নেতাদের কথা সরকার যতদিন শুনবে ততদিন সড়কে দুর্ঘটনা কমবে না। সরকার তাদের খুশি করার জন্য যতদিন কাজ করবে ততদিন এই দুর্ঘটনা চলতেই থাকবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের জন্য জাতিসংঘ পাঁচটি নির্দেশনা দিয়েছে, প্রথমত. সড়ক বিশেষজ্ঞদের নিয়ে ম্যানেজমেন্ট বডি তৈরি করা। তাদের ব্যবস্থাপনায় সড়কে পরিবহন চলবে। দ্বিতীয়ত. নিরাপদ সড়ক তৈরি করা। নিরাপদ সড়কেরও এখন ক্যাটাগরি রয়েছে। হোটেলের যেমন মান অনুযায়ী থ্রি স্টার, ফোর ও ফাইভ স্টার রয়েছে, তেমনি সড়কের স্টার ক্যাটাগরি রয়েছে। সড়কের সুযোগ-সুবিধা অনুযায়ী এই ক্যাটাগরি করা হয়। কিন্তু আমাদের কোনো ক্যাটাগরি নেই। তৃতীয়ত. নিরাপদ গাড়ি থাকবে। আমাদের নিরাপদ গাড়ি কোনটা! নিরাপদ গাড়ি এভাবে কি নিয়ন্ত্রণ হারায় নাকি? নিরাপদ গাড়ির চাকা ঠিক থাকবে, ইঞ্জিনসহ সব ঠিক থাকবে। গাড়িতে বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। কিন্তু কোনোটাই দেখছি না। চতুর্থ. যারা ব্যবহারকারী তারা নিরাপদ থাকবে। এর মধ্যে রয়েছে চালক, যাত্রী ও পথচারী। এই দেশে যে পরিবহন চালক সে কি নিরাপদ! এই যে গত কয়েকদিন আগে একটা দুর্ঘটনায় ১৫ জন মারা গেল। পরিবহন মালিকরা তো দক্ষ বা নিরাপদ চালকের হাতে দিতে পারে নাই। তাদের কি বিচার হবে? না উল্টো হয়েছে। সড়কে দুর্ঘটনার শাস্তির পরিমাণ কমাতে তারা যে সুপারিশ দিয়েছে সেটা সরকার গ্রহণ করেছে। সর্বশেষ বলা হয়েছে, যদি সড়কে কোনো দুর্ঘটনা ঘটেই যায় তাহলে এক ঘণ্টার মধ্যে আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। এরকম কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি।

সর্বশেষ খবর