শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বিএনপির আন্দোলন শেষ হয়নি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্দোলন শেষ হয়নি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির আন্দোলন শেষ হয়নি। এখনো আন্দোলনে রয়েছি। আমরা টার্গেটে পৌঁছাতে পারিনি। গতকাল রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর অন্তর্গত সাতটি থানার কারা নির্যাতিত নেতাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর বিএনপির নেতা মোস্তফা জামানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী বলেন, বিএনপির ওপর যতই নির্যাতন-নিপীড়ন হোক, বিএনপির মাথা ততই বল বীর উন্নত মম শির। প্রবল দমন-নিপীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার। গত বছরের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির ২০ জন নেতা-কর্মী প্রাণ হারিয়েছে। কয়েক হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। অনেকে গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছে।

সর্বশেষ খবর