বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সরেজমিন

শয্যা সংকট শিশু হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরমে রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডা, কাশি, জ্বর, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতাল ঘুরে এসব তথ্য জানা যায়। এদিকে গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩৮ জন, ডায়রিয়ায় ৬৮ জন এবং জ্বর, ঠান্ডা কাশিসহ অন্যান্য রোগে ৩৩৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি নিউমোনিয়ায় ১৬ জন ও ডায়রিয়ায় আক্রান্ত ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এখনো নিউমোনিয়ায় ৯৫ জন ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ জন হাসপাতালে ভর্তি আছে। এ ছাড়াও গত এক সপ্তাহে নিউমোনিয়ায় ২৫৯ জন, ডায়রিয়ায় ৩৩৫ জন এবং জ্বর, ঠান্ডা, কাশিসহ অন্যান্য রোগে ৩ হাজার ৫৪৫ রোগী চিকিৎসা নিয়েছে। এদিকে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। সন্তানের জন্য শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। ঢাকার মোহাম্মদপুর থেকে আসা এক শিশুর অভিভাবক বলেন, বাচ্চাটা অনেক অসুস্থ। গত এক সপ্তাহ ঘুরেও কোনো সমাধান পাচ্ছি না। এখন বলছে যে সোহরাওয়ার্দীতে নিয়ে যান। ওখানেও কোনো সিট নেই। বাংলাদেশ শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফারহানা আহমেদ স্মরণী বলেন, আমাদের এখানে ৭০০ সিট আছে। সারা দেশের তুলনায় যা অনেক কম। কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। ফলে আমরা সবাইকে ভর্তি করতে পারছি না। তবে এখানে প্রতিদিন গড়ে ১১০-১৪০ জন রোগী ভর্তি হচ্ছে। যেসব রোগীর সমস্যা জটিলতর মনে হচ্ছে তাদেরকেই ভর্তি করানো হচ্ছে। আর যেসব রোগীরা একটু সুস্থ হয়ে গেছে কিংবা বাকি চিকিৎসা বাসায় গিয়ে করতে পারবে তাদেরকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি। তিনি আরও বলেন, তীব্র গরমে শিশুদের যত্নের বিষয়ে অভিভাবদের সচেতন হতে হবে। শিশুদের বাইরে রোদে যাওয়া থেকে বিরত রাখা, পাতলা সাদা সুতি কাপড় বা খালি গায়ে রাখা, প্রচুর পরিমাণে পানি ও ফলের শরবত খাওয়াতে হবে।

 

 

সর্বশেষ খবর