শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা
ড. ইফতেখারুজ্জামান

পরিবেশ ধ্বংস স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। পরিবেশ নিয়ে কাজ করা সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। শিল্পায়নের নামে পরিবেশ ধ্বংস করাকে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে গতকাল রাজাধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত ‘বর্তমান বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে মুক্ত গণমাধ্যম এবং মত প্রকাশের  স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভার আয়োজক ছিল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর ঢাকা অফিস, টিআইবি ও আর্টিকেল নাইনটিন। সঞ্চালনা করেন আর্টিকেল নাইনটিন-এর আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

 

সর্বশেষ খবর