সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

কারা দেশ চালাবে জনগণ নির্ধারণ করবে

নিজস্ব প্রতিবেদক

কারা দেশ চালাবে জনগণ নির্ধারণ করবে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারে না থাকলে কারা দেশ চালাবে তা দেশের জনগণ নির্ধারণ করবে। কিন্তু কেউ যদি মনে করেন, তারা ছাড়া আর কেউ চালাতে পারবে না তবে সেটি গণতন্ত্র নয়। গতকাল সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা এক প্রশ্নের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাইফুল হক বলেন, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ধারাবাহিক কর্তৃত্ববাদী দুঃশাসন সব বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। ১৫ বছর টানা ক্ষমতায় থাকার পর এখন একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাই করা দরকার।

সর্বশেষ খবর