সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা
দুই ব্যাংকে ডাকাতি

রিমান্ড শেষে আরও চারজন কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা, টাকা লুট এবং নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সংশ্লিষ্টতায় গ্রেফতার চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুই দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এ নির্দেশ দেন।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি অ্যাস লন   চেও বম (১৯), ভান নুন নুয়াম বম (২৩), ভান লাল বয় বম (৩৩) এবং গাড়িচালক কপিল উদ্দিন সাগরকে (৩০) বান্দরবান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, রুমা ও থানচির ব্যাংক ডাকাতির মামলায় এ পর্যন্ত  মোট ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২২ নারী রয়েছেন।

সর্বশেষ খবর