সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে পাত্তা দেয়নি বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল ৫ ম্যাচ টি-২০ ম্যাচের দ্বিতীয়টিতে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ। শুরু হবে দুপুর ৩টায়। শেষ দুই ম্যাচ ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচের মতো গতকালও বৃষ্টি বাধায় পড়েছে ম্যাচ। প্রথম ম্যাচ দুবার বৃষ্টিতে লম্বা সময় বন্ধ ছিল। গতকাল বৃষ্টিতে বন্ধ হয়েছে ৩ বার।

তবে কখনোই লম্বা বিরতি পড়েনি ম্যাচে। না পড়লেও এক সময় টেনশনে পড়েছিল নাজমুল বাহিনী। কিন্তু শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও তৌহিদ হৃদয় ৪৯ রানের অপরাজিত জুটি গড়ে অনায়াশ জয় উপহার দেন। তৌহিদ ২৫ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন। মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ২৬ রানে। রানে ফিরতে মরিয়া লিটন দাস ২৩ রান করেন। প্রথম ব্যাটিংয়ে সফরকারী জিম্বাবুয়ে সংগ্রহ করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান। অভিষেক ম্যাচ খেলতে নেমে জোনাথন ক্যাম্পবেল সর্বোচ্চ ৪৫ রান করেন। এ ছাড়া ব্রায়ান বেনেট অপরাজিত থাকেন ৪৪ রানে। ১৩৯ রান পেরোয় নাজমুল বাহিনী মাহমুদুল্লাহর উইনিংস বাউন্ডারিতে।        

সর্বশেষ খবর