শিরোনাম
শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে আজ বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। কিছু শর্ত সাপেক্ষে সমবেশের অনুমতি দেওয়া হবে বলে  ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। সমাবেশের অনুমতি নিতে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন নেতা। তাদের মধ্যে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। পৌনে এক ঘণ্টা বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে আজকের সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান বিএনপি নেতা আবদুস সালাম।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং পরিচালনা করবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সমাবেশকে সফল করে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, বেগম খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আগামীকাল শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সফল করতে ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগরের নেতাদের নিয়ে জরুরি সভা করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সর্বশেষ খবর