সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

আরাকান আর্মির গুলিতে নিহত বাংলাদেশি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অংশে বিদ্রোহী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আবুল কালাম (২৬) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাম হাতির ছড়া গ্রামের বাসিন্দা। গতকাল সকালে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নাইক্ষ্যংছড়ি পুলিশ এবং সরকারি কোনো পক্ষই এ নিয়ে কোনো মন্তব্য করেনি। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, মিয়ানমারের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবককে গুলি চালিয়ে হত্যা করার খবরটি শুনেছি। তবে তার লাশ এখনো বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়নি। এদিকে স্থানীয়রা ধারণা করছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে গরু-মহিষ ও মাদক পাচারে জড়িত থাকতে পারেন আবুল কালাম। অন্য একটি সূত্র জানায়, নিহত আবুল কালাম সীমান্তের ওপাওে সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির খাদ্য সরবরাহকারী হিসেবে পরিচিত। খাদ্য সরবরাহ করতে গিয়ে আরাকান আর্মির সদস্যের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে গুলি চালিয়ে হত্যা করা হতে পারে।

এর আগেও সীমান্তের ওপারে স্থল মাইন বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি আহত হন। গরু-মহিষ পাচারের জন্য তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে ঢুকেছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর