বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

কারও ওপর নির্ভর করে ফেরানো যাবে না অধিকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা  ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ নিজেদের শক্তি দিয়ে, নিজেদের ওপর ভর করে ’৭০ সালের পূর্বেও আন্দোলন সংগ্রাম করেছে, ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরাও জনগণের ওপর ভর করে আন্দোলন সংগ্রাম করছি। সুতরাং এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না। সরকারবিরোধী আগামী কর্মসূচি নিয়ে মিত্র দলগুলোর মধ্যে বৈঠকের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ একাংশের সঙ্গে গতকাল বিকাল পৌনে ৫টায় বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সার্বিক বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি দেওয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। গণ অধিকার পরিষদের তরুণ নেতারা আগামী আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা অক্ষুণ রাখবে বলে আমি আশা করি।

বৈঠকে বিএনপির পক্ষে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নেন। গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষ হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক হয়। এ সময় বিএনপির পক্ষে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু আর গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের মধ্যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজ মজদুর পার্টির সাধারণ সম্পাদক  ডা. সামছুল আলম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী।

সর্বশেষ খবর