বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

পোপের আমন্ত্রণে বিশ্ব সম্মেলনে ইউনূস

নিজস্ব প্রতিবেদক

পোপের আমন্ত্রণে বিশ্ব সম্মেলনে ইউনূস

ভ্যাটিকান পোপের আমন্ত্রণে মানব ভ্রাতৃত্বের জন্য আয়োজিত বিশ্ব সম্মেলনে যোগ দিলেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। সম্প্রতি ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত সম্মেলনের শান্তি গোলটেবিল বৈঠক থেকে আনুষ্ঠানিক ঘোষণায় ‘গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, হত্যা বন্ধ করতে এবং মানবিক সহায়তার নিরাপদ ও অনিয়ন্ত্রিত প্রবেশাধিকার নিশ্চিত করা’র আহ্বান জানানো হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার ইউনূস সেন্টার। গোলটেবিল আলোচনার সূচনা করে ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ইসরায়েল এবং একটি ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্র সমাধানের পাশাপাশি জেরুজালেম শহরের জন্য আন্তর্জাতিভাবে নিশ্চিত বিশেষ মর্যাদাকে দৃঢ়তার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানাচ্ছি, যাতে ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা শান্তি এবং নিরাপত্তায় বসবাস করতে পারে।’ ৩০ জন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, মেয়র, ডাক্তার, ব্যবস্থাপক কর্মী, ক্রীড়াবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই সম্মেলনে যোগ দেন।

সর্বশেষ খবর