বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

স্কুল-মার্কেটের সামনে গাড়ি পার্কিং নয়

নিজস্ব প্রতিবেদক

স্কুল-মার্কেটের সামনে গাড়ি পার্কিং নয়

রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, রাস্তা পারাপারে সবাইকে আইন মেনে চলতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। মহাখালী বাসস্ট্যান্ডের আশপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল রাজধানীর আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) ‘ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাইকার কারিগরি সহযোগিতায় ডিএমপির ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ ও এইউএসটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এইউএসটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান। অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, জাইকার বাংলাদেশ প্রতিনিধি মিস ইউমি ওকাজাকি, জাইকার প্রোগ্রাম অফিসার মো. রাইসুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ৮০০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর