শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

আস্থার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায়

--- ড. দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক

আস্থার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে অনেক কথা পরিষ্কার করে গেছেন। তিনি অনেক খোলামেলা কথা বলেছেন এ সফরে। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা অস্বস্তিকর অবস্থায় ছিল, আস্থার ঘাটতি ছিল। এই আস্থার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন অধ্যায় তৈরিতে যুক্তরাষ্ট্রের দিক থেকে এসব পদক্ষেপ বাস্তববাদী বলে মনে করি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র সরকারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এ সম্পর্ক পুনঃমূল্যায়ন করে তা শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অধ্যাপক বলেন, ভূ-রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের গুরুত্ব আগেও ছিল, এ সম্পর্ক এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক যদি বজায় না থাকে তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে। কারণ, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর একটা প্রতিযোগিতা রয়েছে। দেলোয়ার হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়েও যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে চায়। ইতিবাচক বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর