শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা
মির্জা ফখরুল ইসলাম

নিজেদের সম্পদ প্রভুদের স্বার্থ রক্ষা সরকারের উদ্দেশ্য

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের সম্পদ আর প্রভুদের স্বার্থ রক্ষাই এ সরকারের মূল উদ্দেশ্য। এ সরকার জনগণের নয়। তারা কোনো নির্বাচন করে না। নির্বাচন করলে জানে, তাদের পরাজয় হবে। সে কারণে বিভিন্ন কৌশলে যেনতেন একটা নির্বাচন দেখিয়ে ক্ষমতায় টিকে থাকছে।

জাতীয় প্রেস ক্লাবে গতকাল দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চ’ দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্যসচিব আবু ইউসুফ সেলিমের পরিচালনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর