মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

শোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের অন্যান্য রাজনৈতিক নেতারা।

গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার-এর কাছে এক শোকবার্তা পাঠান। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতি তার পাঠানো শোকবার্তায় বলেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারাল। বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তার সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। মোহাম্মদ মোখবার-এর কাছে পাঠানো পৃথক এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন। যিনি তার দেশের সেবায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তিনি একজন আন্তর্জাতিক মর্যাদার মহান নেতা ছিলেন। তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করেন। শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির প্রতি সমবেদনা প্রকাশ করে একটি শোকবার্তা পাঠিয়েছেন তিনি। জি এম কাদের তার শোকবার্তায় লিখেছেন, ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদে আমরা স্তম্ভিত ও শোকাভিভূত। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় রেখেছেন অসামান্য অবদান। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ সরকারের অন্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। ভ্রাতৃপ্রতিম দেশটির এই দুঃখের দিনে আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দান করেন। আরও যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেযারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল, ১২ দলীয় জোট নেতৃবৃন্দসহ আরও অনেকে।

সর্বশেষ খবর