বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

কারা আমাকে এতিম করল দেখতে চাই : মেয়ে

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেন, আমি এতিম হয়ে গেছি। যার বাপ থাকে না, তার কেউ থাকে না। যতই কাছের আত্মীয়, আপন মানুষ যে-ই থাকুক, বাবা বাবাই। বাবার মতো কেউ হয় না। কারা আমাকে এতিম করল, আমি তাদের দেখতে চাই।

গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান। মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এটি আমি দেখতে চাই। তিনি বলেন, বাবাকে হত্যা করা হয়েছে শুনেই আমি ডিবিপ্রধানের কাছে এসেছি। তারা এরই মধ্যে তিনজনকে ধরেছেন। আমি মামলা করব। ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনার, ডিবিপ্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। সবাই আমাকে আশ্বস্ত করেছেন। ডিবি আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে। আমার একটিই অনুরোধ, আপনারা আমার বাবা হত্যার সুষ্ঠু বিচার করুন। একসময় আমার বাবা ১৪ বছর মিথ্যা মামলায় পালিয়ে থেকেছেন। তখন আমি অনেক ছোট, তখনো আমি আমার বাবাকে কাছে পাইনি। এখন আবার আমার বাবাকে হারিয়ে ফেললাম। আপনারা কেউ আমার বড় ভাই, কেউ বাবার মতো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমি স্বচক্ষে দেখতে চাই, কারা আমাকে এতিম করল, কেন করল। এক প্রশ্নের উত্তরে ডরিন বলেন, আমার সঙ্গে বাবার সর্বশেষ ভিডিওকলে কথা হয়েছিল। তখন বাবা বলেন- ‘আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি। দু-এক দিনের মধ্যে চলে আসব। তোমাকে দাঁতের ডাক্তার দেখানোর কথা। আমি ফিরে এসে তোমাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি যেও না। ডাক্তার কল করলে বলবে, বাবা ইন্ডিয়াতে গেছে, ফিরে আসলে যাব। তুমি থাকো, আমি আসছি।’ এরপর আর বাবার সঙ্গে কথা হয়নি।

সর্বশেষ খবর