শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

রাহুল গান্ধী ভারতে বিরোধীদলীয় নেতা

নয়াদিল্লি প্রতিনিধি

রাহুল গান্ধী ভারতে বিরোধীদলীয় নেতা

কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল লোকসভায় বিরোধী দলের নেতা মনোনীত হয়েছেন। এ পদে এবারই প্রথম বসলেন। এর আগের দুটি লোকসভায় কংগ্রেস দলের লোকসভার মোট সদস্যসংখ্যার ১০ শতাংশ নির্বাচিত না হওয়ায় তিনি বিরোধী নেতার মর্যাদা পাননি।

২০২৪ সালে কংগ্রেস দল ৯৮ আসন লাভ করায় বিরোধী দলের মর্যাদা পেলেন। পদটি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার। রাজস্থানের ওম বিড়লা দ্বিতীয়বারের মতো লোকসভার (ভারতীয় লোকসভার নিম্নকক্ষ) স্পিকার নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি সপ্তদশ লোকসভায় স্পিকার ছিলেন। অষ্টাদশ লোকসভার স্পিকার পদের জন্য শাসকদল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিড়লাকে মনোনীত করে। ওম বিড়লা রাজস্থান থেকে পরপর তিনবার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছেন। স্পিকার পদের জন্য বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ কেরালা থেকে আটবারের নির্বাচিত এমপি কংগ্রেসের সুরেশকে প্রার্থী হিসেবে মনোনীত করে। গতকাল নির্বাচনের সময় তারা ভোটাভুটির জন্য চাপ না দেওয়ায় ওম বিড়লা কণ্ঠভোটে নির্বাচিত হন। স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথামতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী নেতা রাহুল গান্ধী দুজনে মিলে ওম বিড়লাকে স্পিকারের আসন পর্যন্ত এগিয়ে নিয়ে যান। পরে অভিনন্দন ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, এটা অত্যন্ত গর্বের বিষয় যে ওম বিড়লা আবারও স্পিকার নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে লোকসভায় রেকর্ডসংখ্যক বিল পাস করিয়েছেন। বিরোধী নেতা রাহুল গান্ধী অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন স্পিকার সব দলকে সমান সুযোগ দেবেন। এবারের নির্বাচনে বিরোধীদলীয় এমপি সংখ্যায় বেশি। স্পিকার যেন তাদের অধিকারকে গুরুত্ব দেন এবং সংবিধানের মর্যাদা রাখেন। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন, সপ্তদশ লোকসভার অধিবেশন থেকে এক দিনে দেড়শ সদস্যকে বহিষ্কার করা হয়েছিল। তার যেন পুনরাবৃত্তি না হয়। স্পিকার নির্বাচনে ওম বিড়লার জয় নিশ্চিত ছিল। এনডিএ ২৯৩ থাকা সত্ত্বেও আরও চার সাংসদ সমর্থন করায় মোট সংখ্যা দাঁড়ায় ২৯৭। সে জায়গায় ইন্ডিয়ার সদস্যসংখ্যা ২৩২। তাই বিরোধীরা ভোটের জন্য পীড়াপীড়ি করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পিকার পদে ওম বিড়লার নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়।

সর্বশেষ খবর