শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘায় পৌর মেয়র ও তার সমর্থকদের হামলায় গুরুতর আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল মারা গেছেন। গতকাল বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইসিইউ ইনচার্জ ডা. গোলাম মোস্তফা জানান, মাথায় গুরুতর জখম নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশরাফুল ইসলাম বাবুলকে। পরদিন চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। এরপর থেকে আইসিইউতে ছিলেন তিনি। বুধবার দুপুর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। বিকাল ৪টার দিকে তিনি মারা যান। নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত ২২ জুন বাঘায় পৌরসভার সেবা বৃদ্ধি ও কর কমানোর দাবিতে চলা মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়ে বাবুলকে কুপিয়ে জখম করেন পৌর মেয়র আক্কাস আলী ও তার অনুসারীরা। ওইদিন সকালে উপজেলা গেটের সামনে মানববন্ধন চলাকালে এ হামলার ঘটনা ঘটে। প্রথম থেকেই পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে প্রায় আধা ঘণ্টা ধরে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর উপজেলার মধ্যে ফাঁকা মাঠে পড়েছিলেন বাবুল। গুরুতর আহত বাবুলকে ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের সহযোগিতায় মেয়র আক্কাস আলী ও তার অনুসারীরা শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালালে কমপক্ষে ২০ আহত হন। ঘটনার পরদিন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় পৌরসভার মেয়র আক্কাছ আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোকাদ্দেসসহ ৪৬ জনের নাম উল্লেখ ও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম (৩৪), জেলা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক মো. মারুফ হাসান (৩২), চক ছাতারীর গোলাম মোস্তফা (৩৮), বানিয়াপাড়ার মতিউর রহমান (৩০), উত্তর মিলিক বাঘা গ্রামের মো. তরঙ্গ (২৩), নাসির ইসলাম (২৮) এবং জেলা যুবলীগের সাবেক সহসম্পাদক শাহজামাল সরকারকে। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. চিন্ময় কান্তি দাস জানান, বাবুলের লাশ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর