শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা
চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠায় সক্ষম

নিজস্ব প্রতিবেদক

চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন- চীন আশা করে বাংলাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বাংলাদেশের সরকার ও জনগণের সক্ষমতা রয়েছে নিজেদের সমস্যা সমাধানের। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ কথা বলেন।

শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করি না। প্রাণহানি এবং সহিংসতা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রদূত বলেন, আমরা আশা করি, খুব দ্রুত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। চীনের জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। এখনই সময় চীন থেকে বাংলাদেশে বেশি সহযোগিতা ও বিনিয়োগ আসার। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চাই। দেখতে চাই, বাংলাদেশ এগিয়ে যাক। চীনের সহায়তার বিষয়ে বলেন, বাংলাদেশ আমাদের কাছে বাড়তি সহায়তা চেয়েছিল। আমরা আমাদের অভ্যন্তরীণ আলোচনার পর বাংলাদেশকে এ সহায়তা দিতে যাচ্ছি। সময়ের অভাবে কোন প্রক্রিয়ায় এ সহায়তা দেওয়া হবে, তা চূড়ান্ত করা যায়নি। চীনের রাষ্ট্রদূত বলেন, এই সহায়তা দুই দেশের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন জোরদার করবে। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত চীন সফরের ওপর আলোকপাত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী চীনের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের ফোকাল পয়েন্ট নির্ধারণ, ২০২৫ সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপন, সহযোগিতা এগিয়ে নেওয়াসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রাষ্ট্রদূতের মাধ্যমে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এবং চট্টগ্রামে আরেকটি রোড-টানেল তৈরিতে চীনকে আহ্বান জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয় উত্থাপন করলে চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর