সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

সার্বিক নিরাপত্তা নিয়ে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

সার্বিক নিরাপত্তা নিয়ে নির্দেশনা

দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা  উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তারা নিজেদের মতামত প্রদান করেন।

সর্বশেষ খবর