সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বিচক্ষণ রায় দিয়েছেন আপিল বিভাগ : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিচক্ষণ রায় দিয়েছেন আপিল বিভাগ : আইনমন্ত্রী

কোটা সংস্কারের রায়কে স্বাগত জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপিল বিভাগ অত্যন্ত বিচক্ষণ রায় দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে মঙ্গলবার নাগাদ সরকার পরিপত্র জারি করতে পারে বলেও জানান আইনমন্ত্রী। গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণার পর গুলশানের নিজ বাসায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। এ সময় মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রায়ে নেই, তাই পাবে না। নারী কোটা নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নারীরাই বলেছেন তাদের কোটা লাগবে না। তারা বলেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী। নারীরা বর্তমানে অনেক ক্ষমতাধর। তাই তাদের দাবির প্রেক্ষিতেই এটা বাতিল করা হয়েছে। এ সময় চলমান বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী। আইনমন্ত্রী বলেন, কারফিউ দেওয়ার ফলে জনগণের মনে যথেষ্ট স্বস্তি ফিরে এসেছে। যখন জনগণের মনে সম্পূর্ণ স্বস্তি ফিরবে তখনই কারফিউ প্রত্যাহার করা হবে বলে জানান।

সর্বশেষ খবর