সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রাজধানীজুড়ে হেলিকপ্টার টহল র‌্যাবের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীজুড়ে হেলিকপ্টার টহল র‌্যাবের

রাজধানীজুড়ে চলছে র‌্যাবের হেলিকপ্টার টহল। কোটা আন্দোলনকে ঘিরে নাশকতামূলক কর্মকান্ড দমন করতে  হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস। জিম্মি অবস্থা থেকে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশকে উদ্ধার করে রীতিমতো আলোচনায় র‌্যাবের  হেলিকপ্টার। অন্যদিকে নাশকতাকারীদের নিবৃত্ত করতে ছোড়া হচ্ছে রাবার বুলেট। আতংকে পিছু হটছে নাশকতাকারীরা।

র‌্যাব বলছে, হেলিকপ্টার দিয়ে ৯৮টি আভিযানিক কার্যক্রম পরিচালনা করেছে। ৯৭ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। প্রকৃত চিত্র অনুধাবন করতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সহায়তা নিচ্ছেন র‌্যাব হেলিকপ্টারের। এর মধ্যে নারায়ণগঞ্জ শিমরাইলে একটি হাসপাতাল থেকে মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে আন্দোলনকারীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে ৩০ জন পুলিশ সদস্যকে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিকূল পরিস্থিতিতে বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে র‌্যাবের হেলিকপ্টার। এরইমধ্যে র‌্যাবের অভিযানে বিশেষ ভূমিকা রেখেছে হেলিকপ্টার।

সর্বশেষ খবর