সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

চলমান পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। গতকাল এক বিবৃতিতে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, সিসিসিআই এবং সার্ক চেম্বার নেতারা এ আহ্বান জানান। বিবৃতিতে নেতারা গত কয়েকদিন কোটাবিরোধী আন্দোলনে অর্থনীতির ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যবসায়ী  সমাজ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আন্দোলনের নামে এ রকম অরাজকতা চলতে থাকলে তা অর্থনীতির অগ্রযাত্রাকে ব্যাহত করবে এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানকে আরও সংকুচিত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অচলাবস্থা নিরসনে সরকার এবং কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধিরা ইতোমধ্যে একমত হওয়ায় আমরা আশাবাদী। সহিংসতার সঙ্গে ছাত্রদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের সম্পদ ধ্বংসকারী অপশক্তি ও দুষ্কৃতিকারীদের মোকাবিলা করার জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমাজ মনে করে পুরো ঘটনা তদন্তে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এবং উচ্চ আদালত একটি ন্যায়সঙ্গত সমাধানের পথ উন্মুক্ত করেছে। কোটাবিরোধী আন্দোলনে নিহত সব শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ ও সাধারণ নাগরিকের বিদেহী আত্মার প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সর্বশেষ খবর