সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শান্তিপূর্ণ আন্দোলনকারীদের হয়রানি নয়

নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ আন্দোলনকারীদের হয়রানি নয়

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করেছেন তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না। গতকাল কোটা নিয়ে সুপ্রিম কোর্টের আপিলের রায় প্রকাশ করার পর আইনমন্ত্রীর বাসায় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীদের যে দাবি ছিল এই রায়ে তাদের দাবির প্রতিফলন হয়েছে। শিক্ষার্থীরা এখন আর আন্দোলনে নেই। এখন বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা এর সঙ্গে জড়িত। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কিছু দুর্বৃত্ত ভিন্ন খাতে নিতে জ্বালাও পোড়াও করেছে।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী নওফেল বলেন, চলমান পরিস্থিতি স্বভাবিক হলে দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

এদিকে, রায়কে যুগান্তকারী উল্লেখ করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেছেন, এই রায়ে ছাত্রদের দাবির প্রতিফল হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া বলেছেন, রায়ে দাবি পূরণ হয়েছে। শিক্ষায় মনোনিবেশ করবে শিক্ষার্থীরা সে প্রত্যাশা করেন তিনি।

সর্বশেষ খবর