সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সুশাসনের দিকে নজর দিন

নিজস্ব প্রতিবেদক

সুশাসনের দিকে নজর দিন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আধুনিক গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সর্বপ্রথম নজর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠায়। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ইত্যাদি নিয়ন্ত্রণ বা নির্মূল করা। এক্ষেত্রে মূল হাতিয়ার হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কোনোদিনই দেশে আইনের শাসন নিশ্চিত করা যাবে না। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। সোহেল তাজ বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সবার আগে প্রয়োজন গোটা পুলিশ প্রশাসনের সংস্কার এবং এটিকে রাজনীতির প্রভাব মুক্ত রাখা। আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবার আগে পুলিশকে কাজে ফেরাতে হবে। পাশাপাশি নজর দিতে হবে পুলিশের ১১ দফা দাবির দিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুলিশ বাহিনীর ১১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতি দেওয়ার জন্য। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন (প্রতিটি) সদস্য যেন মর্যাদার সঙ্গে তার ওপর (ন্যস্ত) থাকা গুরু দায়িত্ব পালন করতে পারে সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তাকে সমাজে সচ্ছলভাবে চলার জন্য পর্যাপ্ত বেতন এবং সুবিধার ব্যবস্থা করে দিতে হবে। সে যেন তার ইউনিফর্ম পরতে গর্ববোধ করে এবং মর্যাদার সঙ্গে জনগণের সেবক হিসেবে তার দায়িত্ব পালন করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। সোহেল তাজ আরও বলেন, আমি বিশ্বাস করি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশকে ভালোবাসে এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর