মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে অমিত শাহের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল দিল্লিতে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। ওই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি ও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এর আগে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠকও করেছে দেশটির বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার।

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী সাংমা কনরাড গতকাল দেশটির রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি ও উত্তর-পূর্ব ভারতের ওপর এর প্রভাব পর্যালোচনা করেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী এক্সে এক পোস্টে বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং উত্তর-পূর্বের জন্য এর প্রভাব পর্যালোচনা করেছেন। বৈঠকের সময় আমাদের জনগণের উদ্বেগ ও আশঙ্কা উত্থাপিত হয়েছে। ভারত সরকার আমাদের সীমান্ত নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার কাছে আবেদন করেছে। বৈঠকে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের কথাও উঠেছে। এতে উপমুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসংও উপস্থিত ছিলেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় এক্সে এক পোস্টে বলেছে, ‘মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কনরাড ও উপমুখ্যমন্ত্রী প্রিস্টোন টাইনসাং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন।’ গত ৫ আগস্ট আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গেছেন শেখ হাসিনা।

 

সর্বশেষ খবর