শিরোনাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
জেনারেল ওয়াকার-উজ-জামান

পুলিশ কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পুলিশ কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে

পুলিশ যখন সুন্দরভাবে আবার তাদের কার্যক্রম শুরু করবে তখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় কর্মক্ষম করে তোলা হচ্ছে। শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে।

গতকাল বিকালে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সেনা সদস্যদের দিকনির্দেশনা দেওয়ার পর তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান। সেনাপ্রধান বলেন, বিভিন্ন স্থানে পুলিশ ফোর্সের ওপর আক্রমণ হয়েছে। পুলিশ ফোর্স ইন-অ্যাকটিভ ছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় আবার কর্মক্ষম করে গড়ে তুলতে। পুলিশ যেন আবার অ্যাকটিভ হয়, সেজন্য ডিরেকশন দিচ্ছি এবং তারা কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, খুলনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নরমাল। স্বাভাবিক সময়ে যেসব অপরাধ হয় এখন সেটাও হচ্ছে না। তবে এতে আত্মতুষ্টির কারণ নেই। পুলিশকে আরও সংগঠিত করতে হবে। তাহলে নিশ্চিতভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। সেজন্য সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারা দেশে ৯৫%-এর ওপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫%-এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ হবে সব ধর্মের মানুষের নিরাপদ স্থান। সেজন্য সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক নয়, শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি অনুরোধ করব সব রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যাবে। তবে কোনো ধ্বংসাত্মক কাজ যেন কেউ না করে। জনগণ যদি অরক্ষিত থাকে, যদি এখানে অশান্তি বিরাজ করে সেটা জনগণের রাজনীতি হতে পারে না। সবাই সহযোগিতা করলে আইনশৃঙ্খলা দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আনতে সক্ষম হব। এর আগে সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

 

সর্বশেষ খবর