শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
বন্যারোধ ব্যবস্থাপনা

ভারত ড. ইউনূসের প্রস্তাব বিবেচনা করবে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বন্যা রোধে তাঁর দেশ ও ভারতের মধ্যে নতুন ব্যবস্থাপনা গঠন বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন ভারত তা বিবেচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশার প্রণয় ভার্মা সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। তখন তিনি এ প্রস্তাব দেন।

মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে পানিসংক্রান্ত বিষয়ে যে ব্যবস্থাপনা রয়েছে তা ভালোই কাজ করছে। বন্যাসংক্রান্ত এবং পানিপ্রবাহ নিয়ে তথ্যের আদানপ্রদান হয়ে থাকে। সাম্প্রতিক বন্যার সময় তথ্য দেওয়া হয়েছিল। তবে এ ব্যবস্থাপনার যদি উন্নতির প্রয়োজন বোধ হয় তাহলে দুই দেশ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

মুখপাত্র জানান, সাম্প্রতিক বন্যা ত্রিপুরা রাজ্যে অতিরিক্ত বৃষ্টির কারণে হয়েছে। হাইকমিশনের পক্ষে বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোন বার্তালাপের পর দুই দেশের বিবৃতিতে বাংলাদেশ নিয়ে মতপার্থক্য বিষয়ে মুখপাত্র বলেন, বিকৃত প্রচার করা হচ্ছে। প্রথমত যৌথ বৈঠকের পরে যে বিবৃতিতে দেওয়া হয় এটা তেমন নয়। আমেরিকার বিষয় ওদের বিবৃতিতে রয়েছে। মোদি যা বলেছেন তার হুবহু বিবরণ দেওয়া হয়েছে। ভারতের বিবৃতি একশ ভাগ সত্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো অনুরোধ এসেছে কি না-জানতে চাইলে মুখপাত্র বলেন, উনি স্বল্প নোটিসে এসেছেন। নিরাপত্তার কারণে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে। এর বেশি কোনো মন্তব্য করা যাবে না। ভারতের হাইকমিশন থেকে ভিসা দেওয়ার বিষয়ে মুখপাত্র বলেন, চিকিৎসার জন্য নিয়ন্ত্রিত ভিসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত ভিসা দেওয়া হবে। তিনি এও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ভারতীয় কর্মীরা চলে এসেছেন। তাই এ মুহূর্তে যাবতীয় চলমান প্রকল্প বন্ধ হয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু হবে এবং নতুন ক্ষেত্রে সহযোগিতা করা হবে। ভারত বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধ। জামায়াতের আমির ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চান বলে সম্প্রতি যে মন্তব্য করেন সে বিষয়ে মুখপাত্র বলেন, তাঁর মন্তব্য আমরা দেখেছি। জামায়াতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে মুখপাত্র বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা কোনো মন্তব্য করব না।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত : ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা উৎসবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। তিনি বলেন, ঢাকায় বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। জয়শঙ্কর রাষ্ট্রদূত রাজীব সিকরির নতুন বই প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে এবং এটি স্বাভাবিক। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব। কিন্তু আমাদের এও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পরিক স্বার্থ দেখতে হবে।

এস জয়শঙ্কর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ হয়ে গেছে।

সর্বশেষ খবর