শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিএনপির তহবিলে পাঁচ দিনে ১০ কোটি টাকার ত্রাণ জমা

নিজস্ব প্রতিবেদক

বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির ত্রাণ তহবিলে গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের ত্রাণসামগ্রী জমা পড়েছে। গতকাল নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।  অধ্যাপক জাহিদ বলেন, বন্যার্তদের সহায়তায় বিএনপির ত্রাণ তহবিলে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছেন। কেন্দ্রীয় ত্রাণ সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গত ১০ দিন ধরে ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, বন্যার পানি এরই মধ্যে কমতে শুরু করেছে, ফলে বন্যাকবলিত এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেজন্য আমাদের চিকিৎসকরা এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণ করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকরা ওষুধ ক্রয় করে সরবরাহ করছে। এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা উপদ্রুত মানুষের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মানুষের ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছেন। রিকশাওয়ালা, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক ত্রাণ সহায়তা তদারকি করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতা, দলের অঙ্গসংগঠনের নেতারা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ত্রাণ সরবরাহ কার্যক্রমে অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ। 

শ্রমিক দলের ত্রাণ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালীর বেগমগঞ্জ থানার সোনাপুর গ্রামের বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কায়সার পিন্টুর নেতৃত্বে বন্যাদুর্গত ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্যসচিব কামরুজ্জামান, থানা শ্রমিক দলের সদস্যসচিব হেমায়েত গাজী, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মৃধা, রাসেল মীর, মো. ফারুক, রহিম জাহাঙ্গীর, উমর ফারুক, সোবহান, আলাউদ্দিন, ৩৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কামাল মৃধা সদস্যসচিব সেলিম রাজা অংশ নেন। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বন্যাদুর্গত ২ হাজার পরিবারের মাঝে বৃহস্পতিবার ও শুক্রবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মোবাশ্বের আলম ভূঁইয়া উপজেলার ঢালুয়া, বক্সগঞ্জ, সাতবাড়িয়া ও দোলখাড় ইউনিয়নের অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও পানিবন্দি মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর