মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে বাংলাদেশ হবে না, মমতার হুঁশিয়ারি

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে বাংলাদেশ হবে না, মমতার হুঁশিয়ারি

আরজি কর কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গে চলমান আন্দোলনকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এ রাজ্যে বাংলাদেশের মতো কিছু হবে না। আন্দোলনকারীদের বোঝা উচিত বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আর ভারত আলাদা রাষ্ট্র। পশ্চিমবঙ্গে বাংলাদেশ হবে না।

গতকাল পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নের সভাঘরে প্রশাসনিক কর্মকর্তা এবং রাজ্যের মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা। এ বৈঠক থেকেই বাংলাদেশের গণঅভ্যুত্থানের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্দোলনের তুলনা করেন তিনি। ‘এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি’ প্রশ্নে তিনি এ মনোভাব তুলে ধরেন। উল্লেখ্য, এই এক দফা দাবিতে উত্তাল অবস্থা বিরাজ করছে পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে। প্রতিরাতেই মিছিল সমাবেশ হচ্ছে।

সর্বশেষ খবর