শিরোনাম
শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ফ্যাশন

স্মার্টনেসে এক্সেসরিজ

সাদিয়া সারা

স্মার্টনেসে এক্সেসরিজ

ছবি : ইন্টারনেট

বিউটি স্টেটমেন্টে এক্সেসরিজ এনে দেয় আলাদা লুক। ড্যাশিং, কুল আর স্মার্ট লুকে চাই স্মার্ট এক্সেসরিজ।

 

এক্সেসরিজ ছাড়া স্মার্টনেসে পূর্ণতা আসে না। দুল-চুড়ির চলন এখন আর নেই। এগুলো ব্যাকডেটেড।  আবার বেশ কিছুকাল আগেও গগজ, ব্রেসলেট, রিং এবং নেকপিসকেই বোঝানো হতো স্মার্ট এক্সেসরিজ। দিন বদলের এই সময়ে এক্সেসরিজ নিয়ে ফ্যাশন বোদ্ধারাও বেশ সচেতন। নতুন ট্রেন্ডে ট্রেন্ডি করতে ফ্যাশনে যোগ করেছেন স্মার্ট জুয়েলারি আর সে সব ট্রেন্ডি আইটেম নিয়ে কলেজপড়ুয়া ছেলেমেয়ে তো বটেই, মধ্য বয়সীরাও এখন বুদ হয়ে থাকেন। তবে ফ্যাশনে যাই এক্সপেরিমেন্ট করুন না কেন, খেয়াল রাখা উচিত দৃষ্টিকটু যেন না দেখায়। এক্ষেত্রে আপনার নিজস্ব স্টাইল যাই হোক না কেন, চলতি ফ্যাশনে যায় কিনা সেটা দেখাও জরুরি। আপনি যে ধরনের পোশাক পরিধান করবেন, তার রং ও ডিজাইনের সঙ্গে মানানসই জুয়েলারি, ব্যাগ ও জুতা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। নইলে শুধু ফ্যাশনেবল ড্রেস পরে তার সঙ্গে বেমানান কোনো এক্সেসরিজ নিয়ে বের হলে গোটা ফ্যাশনটাই নষ্ট হয়ে যেতে পারে। ফরমাল লি লেন্থের পোশাক হলে সঙ্গে রাখতে পারেন মানানসই বেল্ট বা বড় ডায়ালের ঘড়ি। আঙ্গুলে থাকতে পারে একটা রিং। লং কুর্তির সঙ্গে রিং বেশ মানানসই। ক্যাজুয়াল পোশাক হলে গলায় পরতে পারেন ট্রেন্ডি নেকপিস। নব্বই দশকের কিছু ট্রেন্ড এ বছর ফের উঠে এসেছে। হেডগিয়ার, শর্ট ফ্রি-ফ্লোয়িং ড্রেস, টাস্ল বা বোহো জুয়েলারির ক্রেজ বেড়ে গেছে। চোকার ও কস্টিউম জুয়েলারিও ফিরে এসেছে বাজারে। শপিং মলের শো-রুম থেকে ফুটপাথের দোকান, সব জায়গায়ই চোখে পড়বে ফ্রিঞ্জড আউটফিট। র‌্যাম্প, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন পত্রিকা— সবখানেই চোখে পড়বে সাদা স্নিকার্স। ফ্যাশনিস্তারা শর্টস, ড্রেস, ডেনিম, গাউন, এমনকি শাড়ির সঙ্গেও এ বছর চুটিয়ে সাদা স্নিকার্স পরেছেন। হঠাৎ করেই ট্রেন্ডটা শুরু হয়। এ ছাড়া হাতব্যাগের কালেকশনেও থাকুক টপ ফ্যাশন ট্রেন্ড। তবে বেল্ট, ঘড়ি, রিং, নেকপিস যাই পরুন না কেন শুধু একটি মাত্র এক্সেসরিজই ব্যবহার করুন। এটাই এখনকার ট্রেন্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর