সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মানবতার সেবায় চিকিৎসক বন্ধুরা

বন্ধু প্রতিদিন ডেস্ক

মানবতার সেবায় চিকিৎসক বন্ধুরা

প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিচ্ছে বাংলাদেশ প্রতিদিনের পাঠক সংগঠন বন্ধু প্রতিদিনের চিকিৎসক কমিটি। মানবতার সেবায় নিজেদের জড়িয়ে ইতিমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে তারা। বন্ধু চিকিৎসক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুর পরিচালনায় দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য কর্মশালা ও ফ্রি-মেডিকেল ক্যাম্পে যোগ দিচ্ছেন এই কমিটির বন্ধুরা। হোক সেটা টেকনাফ কিংবা তেতুলিয়া। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক দিবসে র‌্যালি ও ক্যাম্প করছে তারা। রাজধানীর গণ্ডি পেরিয়ে দক্ষিণের পার্বত্য অঞ্চলেও বেশ কয়েকটি ফ্রি-মেডিকেল ক্যাম্প করেছে বন্ধুরা। এর মধ্যে উল্লেখযোগ্য  খাগড়াছড়ি ও বান্দরবানের ফ্রি-মেডিকেল ক্যাম্প। এছাড়া কক্সবাজারের ক্যাম্পটিও বেশ আলোচিত হয় স্থানীয় রোগীদের মাঝে। ওহঃবত্হধঃরড়হধষ ঊধৎ পধত্ব ফধু উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি। প্রথম দিন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। আর দ্বিতীয় দিন খুরুশকুলে রাখাইন সম্প্রদায়ে এ সেবা দেওয়া হয়। এছাড়া উত্তরবঙ্গের সিরাজগঞ্জের মেডিকেল ক্যাম্পটি বেশ সাড়া ফেলে স্থানীয়দের মাঝে।  সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গান্ধাইল রতন কান্দি ইউনিয়নের আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ইএনটি ফ্রি হেলথ ক্যাম্পে সহস্রাধিক রোগীর বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে নাক-কান-গলা বিশেষজ্ঞরা চিকিৎসাসেবা প্রদান করেন।

 এতে উপস্থিত ছিলেন ডা. মিজান, ডা. কাশেম, ডা. সুমন, ডা. মোশাররফ প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন হেলথ সেমিনারে যোগ দিচ্ছে চিকিৎসক কমিটি। এরই ধারাবাহিকতায় ‘শব্দদূষণ ও বধিরতা : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে যোগ দেয় তারা। সন্ধানী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কমিউনিটি কেয়ার সার্ভিস-এর আয়োজনে এতে প্রধান বক্তা ছিলেন ভারতের কে কে আর ইএনটি ইনস্টিটিউট চেন্নাইয়ের অধ্যাপক রবি রামালিঙ্গম। অন্যদিকে স্বাস্থ্যবিষয়ক যেকোনো আন্তর্জাতিক দিবসেও তত্পর থাকছেন চিকিৎসক কমিটির বন্ধুরা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কেরানীগঞ্জের হেলথ ক্যাম্প। সেখানে কদমতলীতে অটিজম হেলথ কেয়ার সেন্টার ও অটিজম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে যোগ দেয় তারা। ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম প্রতিবন্ধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এ ফ্রি ইএনটি হেলথ ক্যাম্প এবং আলোচনা সভা। এতে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। মানবতার এ সেবা নিয়ে জানতে চাইলে বন্ধু প্রতিদিন চিকিৎসক কমিটির সভাপতি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, বন্ধু প্রতিদিনের মতো একটি স্বেচ্ছাসেবী সংগঠনে জড়িত হতে পেরে আমরা আনন্দিত। এ কমিটির অন্য ডাক্তারদের সহায়তায় এসব মেডিকেল ক্যাম্প ও মানবিক কার্যক্রম ত্বরান্বিত হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ফ্রি-মেডিকেল ক্যাম্প ও সেবা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর