সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্ধু চিকিৎসক কমিটি

বন্ধু প্রতিদিন ডেস্ক

ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্ধু চিকিৎসক কমিটি

প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে বন্ধু প্রতিদিন চিকিৎসক কমিটি। এই ইউনিটের সভাপতির দায়িত্বে রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক-কান-গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মণি লাল আইচ লিটু। ইতিমধ্যে প্রায় অর্ধ-শতাধিক মেডিকেল ক্যাম্পে যোগ দিয়েছে এই কমিটির বন্ধুরা। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিকশিত করেছে তাদের চিকিৎসা সেবা। দাঁড়িয়েছে রোগীদের পাশে। এ পর্যন্ত সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে প্রায় অর্ধ-শতাধিক মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছে এই কমিটি। চলতি বছরেও এ ধারা অব্যাহত রয়েছে। গত মার্চে পিরোজপুরের মঠবাড়িয়ায় হাতেম আলী বালিকা মহাবিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেয় চিকিৎসক বন্ধুরা। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্ধু চিকিৎসক সভাপতি অধ্যাপক মনিলাল আইচ লিটুর তত্ত্বাবধানে সেবা দেন চিকিৎসকরা। এর পর মার্চের শেষ সপ্তাহে রাজবাড়ীতেও একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন চিকিৎসক বন্ধুরা। এ ধারাবাহিকতায় শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মনর খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে মদিনা কুরিয়ার সার্ভিস এর সৌজন্যে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতেও নেতৃত্ব দেয় বন্ধু প্রতিদিন চিকিৎসক কমিটি। বন্ধু চিকিৎসকরা দিনব্যাপী স্বাস্থ্যসেবা দেন সেখানে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল ইসলাম। বন্ধু চিকিৎসক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মণিলাল আইচ বলেন, বন্ধু প্রতিদিন একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বন্ধু সদস্যরা। আমাদের চিকিৎসক কমিটিও সমানতালে এগিয়ে যাচ্ছে মানবতার সেবায়।  এ পর্যন্ত জেলা এবং থানা পর্যায়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়েছি। এ সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দিতে চাই।

সর্বশেষ খবর