৩০ জুন, ২০২৪ ২১:৫৮

৬ মাসের মধ্যে রংপুরে রোবটিক সার্জারি শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

৬ মাসের মধ্যে রংপুরে রোবটিক সার্জারি শুরু হতে যাচ্ছে

বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে আগামী ৬ মাসের মধ্যে রংপুরে রোবটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচার শুরু হতে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট (এআই) ব্যবহারের মাধ্যমে রোবটিক সার্জারিতে দেহের অপ্রশস্ত ও জটিল স্থানে অস্ত্রোপচার করা সম্ভব হবে। এতে করে ইউরোলজি, গাইনোকলজি, ক্লোলোরেকটাল সার্জারি, হেপাটোবিলিয়ারী ও অ্যাবডোমিনাল ওয়াল রিকন্সট্রাকশন সার্জারি সহজ হবে এবং সার্জনদের শতকরা ৭০ ভাগ কাজের চাপ কমবে।

রোবটিক সার্জারির মাধ্যমে খরচ বেশি হলেও অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতা, রক্তপাত ও সংক্রমণের হার কমে আসবে। দেশের তরুণ সার্জনদের রোবটিক সার্জারির বিষয়ে ফেলোশিপ করাসহ রোবটিক সার্জারিতে উদ্ধুদ্ধ করতে আগামী ৫ জুলাই রংপুরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের আয়োজনে হাসপাতালের কিডস গার্ডেনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান কলেজের সার্জারী
বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাবেদ আখতার।

তিনি জানান, ওপেন সার্জারির পাশাপাশি এখন মানবদেহে ছোট ফুটা করে ল্যাপারোস্কপি সার্জারি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সার্জারিতে বিশ্বের ৯৩ ভাগ রোবট ব্যবহার করা হয় আমেরিকা, ইউরোপ ও জাপানে। পৃথিবীর বাকি দেশে মাত্র ৭ ভাগ রোবট ব্যবহার করা হয়।
এর মধ্যে ভারতে প্রায় দেড়শ রোবট রয়েছে। এমনকি নেপালেও রয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রোবট নেই। আমি বাংলাদেশের হয়ে প্রথম রোবটিক সার্জারিতে ফেলোশিপ করেছি। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে খুব দ্রুতই আধুনিক রোবট এনে রোবটিক সার্জারি শুরু করা হবে। এটি হলে রোগীদের দেশের বাইরে চিকিৎসা করাতে হবে না এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন রায়, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আয়েশা নাসরিন সুরভী, সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ডা. আহসানুর আপেল।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর