রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ১৯। মুখে ও বুকে অনেক ব্রণ। চিকিৎসা সত্ত্বেও ব্রণ কমছে না। করণীয় কি? -সোমা, ইডেন কলেজ ঢাকা।

উত্তর : বর্তমানে মাত্র এক সেশন চিকিৎসার রেডিও সার্জারির মাধ্যমে আপনার মুখ ও বুকের সব ব্রণ কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪৭। দুই সন্তানের জনক। বর্তমানে সহবাসে সমস্যা হচ্ছে। আমি এর প্রতিকার চাই। -আবুল হাসান, চট্টগ্রাম।

উত্তর : আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার অক্ষমতা নির্মূল সম্ভব। দ্রুত যৌনরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪০। সোরিয়াসিস রোগে ভুগছি। রোগটি সারাবছর আমার দেহে থাকে। -ডালিয়া, কমলাপুর, ঢাকা।

উত্তর : সোরিয়াসিস একটি ক্রনিক ত্বকের রোগ। এটি বেশ কষ্টকর। তবে রোগটি স্থায়ীভাবে ভালো হওয়ার ওষুধ এখনো আবিষ্কার হয়নি। বর্তমানে চিকিৎসার মাধ্যমে রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সুখী জীবন-যাপন সম্ভব।

উত্তরদাতা : ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফোন : ০১৭১৯২১৯৪২৯

 

সর্বশেষ খবর