সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

হ্যালো ডক্টর

হ্যালো ডক্টর

 পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের

 

প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩১। আমার মুখ ও দেহের

ত্বক শুষ্ক হয়ে কমনীয়তা ও উজ্জ্বলতা হারাচ্ছে। এতে আমি যেন বুড়িয়ে যাচ্ছি।

উত্তর : এ বয়সে ত্বক শুষ্ক হয়ে কমনীয়তা নষ্ট হওয়া অবশ্যই স্বাভাবিক নয়। আপনার মধ্যে নিশ্চয়ই কোনো রোগ বাসা বেঁধে আছে। তাই হরমোনজনিত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নেওয়া উচিত।

 প্রশ্ন : আমার হাতের নখগুলোর স্বাভাবিক রঙ নষ্ট হয়ে নখের মসৃণতা নষ্ট হয়ে যাচ্ছে। হারানো সৌন্দর্য ফেরানো সম্ভব?

উত্তর : অবশ্যই আপনার নখগুলোর সৌন্দর্য পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। দ্রুত একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

প্রশ্ন : আমি দুই সন্তানের বাবা। বয়স ৪২। বর্তমানে দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে।

উত্তর : আপনার হরমোনজনিত সমস্যা সৃষ্টি হয়েছে। রক্তের হরমোন পরীক্ষা করে যৌন

রোগ বিশেষজ্ঞের চিকিৎসা নিলে নিরাময় সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত।

 বয়স ২১। এক বছর ধরে আমার ত্বকে অসহ্য চুলকানিসহ বেগুনি রঙের ছোট গুঁটি

 ও পায়ে বড় বড় প্লেক্স দেখা দিয়েছে। তীব্র যন্ত্রণা হচ্ছে।

উত্তর : এটি সম্ভবত লাইকেন প্লেনাস। এটি একটি কঠিন চর্মরোগ। শিগগির এর চিকিৎসা করা উচিত। অনথ্যায় জটিলতা বাড়বে। কারণ এসব রোগের চিকিৎসায় উপযুক্ত চিকিৎসা গ্রহণ না করলে একটা পর্যায়ে জটিলতা বাড়ে। তাই প্রতিকার নয় প্রতিরোধ সর্বদা উত্তম।

লেখক : ত্বক এবং যৌনরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

ফোন : ০১৬৭৮৫৯২০৭১

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর