সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স্বাস্থ্য কণিকা

কিশমিশের গুণাগুণ

কিশমিশ ভালো লাগে না এমন মানুষের সংখ্যা খুবই কম।

এটি বেশ ভালো অ্যান্টি-অক্সিডেন্ট। যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। কিশমিশে ভালো থাকে ত্বক। এটি নিয়মিত খেলে আপনার তারুণ্য ধরে রাখতে পারবেন। ওরাল হেলথের জন্যও কিশমিশ বিশেষ উপকারী।

 

‘এ্যাজমা এ্যান্ড এপ্লাইড’

ভারতের চেন্নাইয়ের সবিতা মেডিকেল কলেজে ‘ইন্ডিয়ান কলেজ অব এলার্জি, এ্যাজমা এ্যান্ড এপ্লাইড ইমুনোলজী’ কর্তৃক ৪৯তম সায়েন্টিফিক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। Future formulation on Allergen Immunotherapy & Allergenicity assessment of genetically modified foods বিষয়ক আলোচনায় বাংলাদেশের অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। -স্বাস্থ্য ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর