শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভ্যারিকোস ভেইন কেন হয়

ভ্যারিকোস ভেইন কেন হয়

ভ্যারিকোস ভেইন রক্তনালির একটি রোগ। এতে শিরাগুলো চামড়ার নিচে ফুলে ওঠে এবং বাইরে থেকে দেখতে আঁকাবাঁকা মনে হয়। প্রথম দিকে অস্বস্তি লাগলেও পরে উপসর্গ দেখা দেয়। আক্রান্তরা চিকিৎসা না করালে কাজ নিয়ে বিদেশ যেতে পারেন না, কিছু চাকরিতে অযোগ্য বিবেচিত হন।

কেন হয় : পায়ের শিরাগুলো দুই সারিতে থাকে। প্রথম সারি থাকে একটু ভিতরের দিকে এবং অন্য সারি থাকে ত্বকের ঠিক নিচেই। এই দুই সারির মাঝে আবার সংযোগকারী আন্তঃশিরা থাকে। কোনো কারণে ভিতরের রক্তনালিতে চাপ বেড়ে গেলে তার প্রভাব আন্তঃশিরার মাধ্যমে বাইরের শিরার মধ্যেও সঞ্চারিত হয়। কোনো কারণে শিরার রক্ত নিয়ন্ত্রণকারী ভাল্ব ঠিকমতো কাজ না করলে কিংবা শিরার গাত্র দুর্বল হয়ে পড়লে রক্তনালিগুলো ফুলে ওঠে। এটিকেই ভ্যারিকোস ভেইন বলে।

কাদের বেশি হয় : দেখা গেছে, যাদের জন্মগতভাবে শিরার ভাল্বগুলো দুর্বল কিংবা শিরার গাত্র দুর্বল, তাদের ক্ষেত্রে এই রোগ বেশি হয়। যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, গর্ভাবস্থা, পেটে বড় কোনো টিউমার অথবা শরীরে পানি জমলেও শিরার ওপর চাপ পড়ে ভ্যারিকোস ভেইন হতে পারে।

ডা. এসএমজি সাকলায়েন ভাসকুলার স্পেশালিস্ট সার্জন বিএসএমএমইউ, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর