কনজেনিটাল ক্যাটারেক্ট বলতে শিশুর জন্মগত চোখের ছানিকে বোঝায়। কারণ : কনজেনিটাল ক্যাটারেক্ট শিশুর জন্মের সময়কাল থেকেই থাকে যা নানা কারণে হতে পারে, এর মধ্যে ৫০ ভাগই বংশগত। সেইসঙ্গে ইনফেকশন, মেটাবোলিজমজনিত সমস্যা, ডায়াবেটিস, ট্রমা বা আঘাত, ঘা অথবা ওষুধের প্রতিক্রিয়া থেকেও হতে পারে।
পরীক্ষা : (১) রেড রিফ্লেক্স টেস্ট, (২) রেটিনস্কপি, (৩) ল্যাবরেটরি টেস্ট।
চিকিৎসা : এসব ক্ষেত্রে চিকিৎসা সার্জিক্যাল হয়, যত দ্রুত সম্ভব ছানির সার্জিক্যাল অপসারণ না করা হলে পরবর্তীতে এম্বায়পিয়া হতে পারে। ছানি দৃষ্টিশক্তিতে তেমন প্রভাব না ফেললে সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন নেই।ডা. এম এস মলি, এমফিল (খাদ্য ও পুষ্টি, ডিইউ)