সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অ্যালার্জির রকমফের

অ্যালার্জির রকমফের

সাধারণত নির্দোষ বলে গণ্য কোনো জিনিস যদি শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তার নামই হলো অ্যালার্জি। যেসব দ্রব্য অ্যালার্জি সৃষ্টি করে, তার নাম অ্যালার্জেন বা অ্যান্টিজেন। এসব দ্রব্য দেহে প্রবেশের ফলে দেহের অভ্যন্তরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা অ্যান্টিবডি নামে পরিচিত। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরস্পর মিলিত হলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার নাম অন্টিজেন-অ্যান্টিবডি বিক্রিয়া। হাঁপানির সঙ্গে অ্যালার্জির রয়েছে গভীর সংযোগ। ফুলের পরাগ, দূষিত বাতাস, ধোঁয়া, চুনকাম, ঘরের ধুলো, পুরনো ফাইলের ধুলো দেহে অ্যালার্জিক বিক্রিয়া করে হাঁপানি রোগের সৃষ্টি করে। তাই যারা হাঁপানি রোগী, তাদের এগুলো এড়িয়ে চলতে হবে। ছত্রাক দেহে অ্যালার্জি তথা হাঁপানি সৃষ্টি করে। ঘরের ধুলো হাঁপানিজনিত অ্যালার্জির একটি অন্যতম কারণ। ঘরের ধুলোয় একটি ক্ষুদ্র জীবাণু থাকে, যা কিনা ‘মাইট’ নামেই বেশি পরিচিত। এক অনুসন্ধানে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশক্ষেত্রে অ্যালার্জি সৃষ্টির জন্য এ ‘মাইট’ দায়ী। যারা হাঁপানিজনিত অ্যালার্জিক সমস্যায় ভোগেন, তারা ঘরের ধুলো সব সময় এড়িয়ে চলবেন। বিশেষ কর যখন ঘর ঝাড় দেবেন, তখন সেখান থেকে দূরে সরে থাকতে হবে। ঘরের আসবাবপত্র কম্বল, পর্দা, তোষক, বালিশ ইত্যাদিতে যে ধুলো জমে থাকে, তা পরিষ্কার করার সময় দূরে সরে থাকতে হবে। কিছু কিছু খাদ্যেও পর্যাপ্ত অ্যালার্জির আশঙ্কা থাকে।  পতঙ্গের কামড়ে গায়ে চুলকানি, স্থানটি ফুলে যাওয়া এমনকি হাঁপানি পর্যন্তও হতে দেখা যায়। মশা, বেলেমাছি, মৌমাছি, বোলতা, ভীমরুল ইত্যাদি পতঙ্গের কামড়েও দেহে অ্যালার্জির সৃষ্টি হয়। এ ছাড়াও রোমশ ও পালকবিশিষ্ট জীবজন্তু অনেক সময় অ্যালার্জি সৃষ্টির জন্য বিশেষভাবে দায়ী। এ ছাড়া একটি চর্মরোগ আছে, যাকে আর্টিকেরিয়া, বাংলায় কেউ কেউ আমবাতও বলে থাকেন। এক্ষেত্রে ত্বকে চাকা চাকা হয়। আর ফুলে উঠে চুলকাতে দেখা যায়। এটিও হলো অ্যালার্জির অন্যতম প্রকাশ। অধিকাংশ মানুষের জীবনেই কোনো না কোনো সময় এ রোগ হতে দেখা যায়। এ আর্টিকেরিয়া শরীরের কোনো অংশে সীমাবদ্ধ থাকতে পারে অথবা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। এতে বিভিন্ন আকারের লালচে চাকা চাকা ফোলা দাগ হতে দেখা যায় এবং সেই সঙ্গে থাকে প্রচণ্ড চুলকানি। তাই এ বিষয়ে অবহেলা না করে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে।

ডা. দিদারুল আহসান, চর্মরোগ বিশেষজ্ঞ,

আল-রাজি হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর