বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শিল্পে গ্যাসের অপেক্ষায় ব্যবসায়ীরা

পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ ৯২ শতাংশ সম্পন্ন

নজরুল মৃধা, রংপুর

শিল্পে গ্যাসের অপেক্ষায় ব্যবসায়ীরা

রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ ৯২ শতাংশ সম্পন্ন হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত প্রজেক্ট মূল্য বিবেচনায় কাজ হয়েছে ৬৫ শতাংশ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জুন মাস নাগাদ গ্যাস সরবরাহ শুরু হতে পারে। এই অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হলে এখানে শিল্প বিপ্লব ঘটবে বলে অনেকেই মনে করছেন। কবে সরবরাহ শুরু হবে এই আশায় বসে রয়েছেন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। রংপুরের পীরগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত শত শত শিল্প উদ্যোক্তা প্লট ক্রয় করে গ্যাসের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি.  (জিটিসিএল) সূত্রে জানা গেছে, বগুড়া থেকে পীরগঞ্জ হয়ে রংপুর ও সৈয়দপুর পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ ২০২৩ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। ১ হাজার ৩৬৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হবে এই প্রকল্পে। এই প্রকল্পের প্রকল্প পরিচালক খন্দকার আরিফুল ইসলাম বলেন, প্রকল্পের কাজ ৯২ শতাংশ শেষ হয়েছে।  প্রজেক্ট মূল্য বিবেচনায় কাজ শেষ হয়েছে ৬৫ শতাংশ। আগামী বছরের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রাথমিক অবস্থায় কারা কারা গ্যাস পাবেন এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। জানা গেছে, প্রাথমিকভাবে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করা হবে। বাসাবাড়িতে আপাতত গ্যাস সরবরাহ না-ও হতে পারে। স্থানীয়দের দাবি, প্রথম থেকেই  শিল্পকারখানার পাশাপাশি বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী রংপুর বিভাগে গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ শুরু হওয়ায় ব্যবসায়ী শিল্পপতিরা আনন্দিত। রংপুরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল এ অঞ্চলে গ্যাস সরবরাহের। পিছিয়েপড়া অঞ্চল হিসেবে পরিচিত এই অঞ্চলে গ্যাস সরবরাহ হলে নতুন নতুন শিল্পকারখানা এবং বিসিক এলাকার শিল্পকারখানার পণ্যের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি অর্থনীতির চালিকাশক্তিতে নতুন গতি পাবে বলে আশা করছেন স্থানীয় সুধী মহল।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। দূর হবে দরিদ্রতার বৈষম্য। রংপুরের পীরগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত মহাসড়কের পাশে অনেক দেশি-বিদেশি  শিল্পোদ্যোক্তা শিল্প প্লট ক্রয় করে গ্যাসের জন্য অপেক্ষা করছেন।

সর্বশেষ খবর