বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

২৯ লক্ষ গ্রাহকের তথ্য চুরিতে কিছুই করার নেই অ্যাডোব\\\'র

২৯ লক্ষ গ্রাহকের তথ্য চুরিতে কিছুই করার নেই অ্যাডোব\\\'র

সম্প্রতি হ্যাকারদের কবলে পড়ে অ্যাডোব-এর ব্যাবহারকারিদের পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ইনফো চুরি যাওয়ার ঘটনায় অ্যাডোব কার্যত কিছুই করতে পারছে না অ্যাডোব কর্তৃপক্ষ। এতে হতাশ তথ্য চুরি যাওয়া ২৯ লক্ষ গ্রাহক।

এদিকে হ্যাকারদের হাতে এই জনপ্রিয় সফটওয়্যার এর সোর্স কোড চলে যাওয়ায় নতুন করে সিকিউরিটি সিস্টেম সাজাতে হচ্ছে অ্যাডোবকে।

হ্যাকিং এর ঘটনায় অ্যাডোব নিশ্চিত করেছে Adobe Acrobat, ColdFusion, and ColdFusion Builder এর সোর্স কোড চুরি গেছে। অ্যাডোব এখনো তাদের এই হামলার কারণ বের করতে পারেনি। কোন দুর্বলতা এর কারণে এই ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করছে তাদের সিকুরিটি টিম।

যদিও ধারনা করা হচ্ছে যে নতুন কোনো “জিরো ডে” এর কারণে এই হ্যাক সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর